Friday, October 26, 2012

নেত্রকোণায় ডিঙ্গাপোতা হাওরে খাঁচায় মাছ চাষ গবেষনায় সফলতা অর্জন বাকৃবির

নেত্রকোণায় মোহনগঞ্জের ডিঙ্গাপোতা হাওরে খাঁচায় তেলাপিয়া মাছ চাষের  সম্ভাব্যতা যাচাই প্রকল্পে সফলতা অর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিঙ্গাপোতা হাওর এলাকা তেতুলিয়া ইউনিয়নে সিস্টেম গবেষনার মাধ্যমে হাওর অঞ্চলের কৃষকদের জীবন জীবিকার মান উন্নয়নে নেওয়া এই প্রকল্পের গবেষকরা বলছেন তেলাপিয়া চাষের মাধ্যমে পাল্টে যাবে হাওরাঞ্চলের হাওরের অর্থনৈতিক চিত্র
নেত্রকোণাসহ ৭টি জেলার আট হাজার বর্গমাইল  এলাকা জুড়ে পৃথিবীর বৃহ মিঠাপানির
ভান্ডার হাওর এর  মধ্যে  নেত্রকোনায় ৪০৮ বর্গ কিলোমিটার জুড়ে ছোট বড় ৮০টি হাওর রয়েছে২২টি পাহাড়ী নদীসহ ৫৫টি নদীর প্রবাহ হাওরে এসে পড়লেও বারাক নদীর জলপ্রবাহই হাওরের প্রাণএখানকার মানুষের জীবন জীবিকা এক বোরো ফসল আর জলাশয়ের মাছের উপর নির্ভরজলবায়ুর পরিবর্তনে আগাম বন্যা, অধিকাংশ দেশজ মাছের বিলুপ্তির কারনে পিছিয়ে পড়েছে হাওরপাড়ের মানুষদের জীবনমান
এ অবস্থায় নেত্রকোনার হাওরপাড়ের মানুষেরা টিকে থাকার লড়াই সংগ্রাম করে আসছেন শত বছর ধরেএই প্রেক্ষাপটে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হাওর অঞ্চলের মানুষদের জীবন জীবিকার মান উন্নয়নে হাওরে খাঁচায় তেলাপিয়া মাছ চাষের গ্রকল্প হাতে নেয়   তিন বছর ধরে ডিঙ্গাপোতা হাওরে ৮টি খাঁচায় তেলাপিয়া চাষের গবেষনা করে আসছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ১০ফুট লম্বা ৬ফুট প্রস্থ ও দেড় ফুট গভীর এক একটি খাঁচায় ১হাজার থেকে দেড় হাজার মাছের পোনা চাষ করা যায়প্রতিটি খাঁচায়  গড়ে উপাদন ব্যায় হয় ২৫হাজার টাকাপ্রতিটি খাচাঁ  ৩/৪ মাসে প্রায় ৫০হাজার টাকা মূল্যের গড়ে ৫শকেজি করে মাছ উপাদিত হয়েছেএতে করে প্রতিটি খাঁচায় উপাদন খরচ বাদে  প্রায় ২৫ হাজার টাকা লাভ হয়েছে
হাওরে এই মাছ চাষে চাষিদের ব্যাংক গুলো ঋন  দেবেএখানকার মানুষদের জীবনমান উন্নয়নে তেলাপিয়া চাষ গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে এমনটাই বলেছেন প্রকল্প গবেষক  ড.মোঃ আব্দুস সালাম, ফিসারি সিস্টেম বিশেষজ্ঞ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর
তেলাপিয়া চাষ করে হাওর এলাকায় বেকার যুবক-যুবতী, নারীসহ লাখ লাখ মানুষ আর্থিকভাবে স্বচ্ছল হতে পারবে এমন আশায় বুক বেধেছেন হাওরপাড়ের মানুষেরা

প্রতিবেদন :   লাভলু পাল চৌধুরী
পোষ্ট :  বাংলাদেশ সময় : শুক্রবার রাত ৮ : ৩৪ মিনিট, ২৬ অক্টোবর, ২০১২